ত্রিপুরায় ৪৮টি আসনে বিজেপির আংশিক প্রার্থী তালিকা প্রকাশ, বাদ ৬ জন বিধায়ক, নতুন মুখ ১৮ জন, মহিলা প্রার্থী ১১ জন

আগরতলা, ২৮ জানুয়ারি(হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিজেপি আংশিক তালিকা প্রকাশ করেছে। আজ শনিবার নয়াদিল্লিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা সাংসদ সম্বিত পাত্রা ৪৮ জন প্রার্থীর ঘোষণা দিয়েছেন। তাতে, মহিলা প্রার্থী ১১ জন এবং নতুন মুখ ১৮ জন রয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির ছয়জন বিধায়ক বাদ পড়েছেন। এদিকে, ১২টি আসনে বিজেপির প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। সম্বিত পাত্রার দাবি, খুব শীঘ্রই ওই আসনে প্রার্থী ঘোষণা হবে। জোট শরিক আইপিএফটির জন্য দরজা খোলা রাখা আছে। তাঁরা প্রার্থী না দিলে বিজেপি সবকটি আসনেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে। সম্ভবত, আগামীকাল রবিবারের মধ্যেই ৬০টি আসনেই প্রার্থী তালিকা চূড়ান্ত ঘোষণা হয়ে যাবে। কারণ ৩০ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম তারিখ নির্ধারিত রয়েছে।

গতকাল শুক্রবার বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার পৌরহিত্যে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনে ৪৮ প্রার্থীর নামে সিলমোহর দিয়েছে কমিটি। পরবর্তী তালিকা খুব শীঘ্রই ঘোষণা দেওয়া হবে বলে সম্বিত পাত্রা জানিয়েছেন।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ৯-বনমালিপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন। এছাড়া মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা ৮-টাউন বড়দোয়ালি এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ১৯-চড়িলাম কেন্দ্র থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, আগামী বিধানসভা নির্বাচনে ৬ জন বিধায়ক বাদ পড়েছেন। বাধারঘাট কেন্দ্রে বিধায়িকা মিমি মজুমদার, নলছর কেন্দ্রে বিধায়ক সুভাষ চন্দ্র দাস, মাতাবাড়ি কেন্দ্রে বিধায়ক বিপ্লব ঘোষ, বিলোনিয়া কেন্দ্রে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, গোলাঘাটি কেন্দ্রে বীরেন্দ্র কিশোর দেববর্মা এবং আমবাসা কেন্দ্রে বিধায়ক পরিমল দেববর্মা-কে এবার বিজেপি প্রার্থী করেনি। তাঁর বদলে নতুন মুখ এনেছে পদ্ম শিবির। অবশ্য এবার নির্বাচনে আংশিক প্রার্থী তালিকাতেই নতুন রয়েছেন ১৮ জন। তাছাড়া, মহিলা প্রার্থী আছেন ১১ জন। সম্বিত পাত্রার দাবি, বিজেপি বরাবর মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাসী। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় তার প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি জানান, বাধারঘাট কেন্দ্রে মীনা রাণী সরকার, গোলাঘাটি কেন্দ্রে হিমানী দেববর্মা, কমলাসাগর কেন্দ্রে অন্তরা দেব সরকার, ধনপুর কেন্দ্রে প্রতিমা ভৌমিক, তেলিয়ামুড়া কেন্দ্রে কল্যাণী রায়, রাজনগর কেন্দ্রে স্বপ্না মজুমদার, অম্পিনগর কেন্দ্রে পাতাল কন্যা জমাতিয়া, আমবাসা কেন্দ্রে সুচিত্রা দেববর্মা, যুবরাজনগর কেন্দ্রে মলীনা দেবনাথ এবং পেচারথল কেন্দ্রে সান্তনা চাকমা এই ১১ জন মহিলা প্রার্থী রয়েছেন।

প্রসঙ্গত, টাউন বড়দোয়ালি অধ্যাপক ডা: মানিক সাহা, মোহনপুর রতন লাল নাথ, বামুটিয়া কৃষ্ণধন দাস, বড়জলা ডা: দিলীপ কুমার দাস, খয়েরপুর রতন চক্রবর্তী, রামনগর সুরজিত দত্ত, বনমালিপুর রাজীব ভট্টাচার্য, মজলিশপুর সুশান্ত চৌধুরী, প্রতাপগড় রেবতী মোহন দাস, বাধারঘাট মীনা রাণী সরকার, কমলাসাগর অন্তরা দেব সরকার, বিশালগড় সুশান্ত দেব, গোলাঘাটি হিমানী দেববর্মা, চড়িলাম জিষ্ণু দেববর্মা, বক্সনগর তফাজ্জল হুসেন, নলছড় কিশোর বর্মণ, সোনামুড়া দেবব্রত ভট্টাচার্য, ধনপুর প্রতিমা ভৌমিক, খোয়াই সুব্রত মজুমদার, কল্যাণপুর-প্রমোদনগর পিনাকী দাস চৌধুরী, তেলিয়ামুড়া কল্যাণী রায়, বাগমা রামপদ জমাতিয়া, রাধাকিশোরপুর প্রণজিত সিংহ রায়, মাতাবাড়ি অভিষেক দেব রায়, কাকড়াবন-শালগড়া জিতেন্দ্র মজুমদার, রাজনগর স্বপ্না মজুমদার, বিলোনিয়া গৌতম সরকার, শান্তিরবাজার প্রমোদ রিয়াং, ঋষ্যমুখ দীপায়ন চৌধুরী, মনু মাইলাফ্রু মগ, সাবরুম শংকর রায়, অম্পিনগর পাতাল কন্যা জমাতিয়া, অমরপুর রঞ্জিত দাস, রাইমাভ্যালী বিকাশ চাকমা, কমলপুর মনোজ কান্তি দেব, সুরমা স্বপ্না দাস পাল, আমবাসা সুচিত্রা দেববর্মা, ছামনু  শম্ভু লাল চাকমা, পাবিয়াছড়া ভগবান চন্দ্র দাস, ফটিকরায় সুধাংশু দাস, চণ্ডিপুর টিংকু রায়, কৈলাসহর মবস্বর আলী, কদমতলা-কুর্তি দিলীপ তাঁতি, বাগপাশা যাদব লাল নাথ, ধর্মনগর বিশ্ববন্ধু সেন, যুবরাজ নগর মলিন দেবনাথ, পানিসাগর বিনয় ভূষণ দাস এবং পেচারথল সান্তনা চাকমা এবার বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।