আগরতলা, ২৮ জানুয়ারি(হি. স.) : ত্রিপুরায় বিজেপি ও কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাতে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী হস্তক্ষেপ করেছে। বিজেপি প্রার্থীকে ঘিরে চন্ডিপুর, বাগবাসা, কদমতলা-কুর্তি এবং কমলসাগরে কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। শুধু তাই নয়, তাঁরা ভাংচুরও করেছেন। এদিকে, কংগ্রেস প্রার্থী পরিবর্তনের দাবিতে ধর্মনগর ও মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে গন্ডগোল হয়েছে। পার্টি অফিস ভাংচুর এবং ব্লক অফিসে তালা কাগিয়ে দিয়েছে কংগ্রেস কর্মীরা।
আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সে মোতাবেক আজ বিজেপি এবং কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে। প্রার্থী ঘোষণার পর থেকেই চারটি বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। চন্ডিপুর মণ্ডল কার্যালয়ে বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে বিভিন্ন কাগজপত্র পুড়িয়ে দিয়েছেন। এছাড়া দুইটি বুথ অফিস তাঁরা ভেঙে ফেলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও টিএসআর কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে সাথে নিয়ে গেছে। সেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
তেমনি, কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রে স্থানীয় প্রার্থীর বদলে অচেনা ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে অভিযোগ এনে ১০টি বুথ বন্ধ করে দিয়েছেন বিজেপি কর্মীরা। এছাড়া নিজেদের মধ্যেও তাঁরা মারপিট করেছেন। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাগবাসা এবং কমলাসাগর বিধানসভা কেন্দ্রেও একইভাবে প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা।এদিকে, কংগ্রেস প্রার্থী ঘোষণার পরও একইভাবে কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। ধর্মনগরে কংগ্রেস কর্মীরা পার্টি অফিসে ভাংচুর এবং প্রার্থী পরিবর্তন না হলে দলত্যাগের হুমকি দিয়েছেন। তেমনি, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে কংগ্রেস কর্মীরা ব্লক অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন।