সিপিএমের সাথে জোট মেনে নিতে পারেননি বিশালগড়ের এক প্রবীণ কংগ্রেস কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷  আসন্ন বিধানসভা নির্বাচনে শাসকদল বিজেপিকে পরাজিত করতে একে অপরের পুরনো শত্রু কংগ্রেস সিপিএম জোট হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু কংগ্রেস সিপিআইএমের জোট যে শুধু দলের এবং দলের নেতাদের স্বার্থসিদ্ধির জন্য সেটা বলার অপেক্ষা রাখে না৷ বিগত ২৫ বছরের বাম  জামানায় কংগ্রেস এবং সিপিএম একে অপরের চরম শত্রুর পক্ষ ছিল৷ একে অপরের প্রতি তীব্র সমালোচনা সহ বাড়িঘরে হামলা অগ্ণিসংযোগ এবং খুনের ঘটনা আজও মানুষের মনে ইতিহাস হয়ে আছে৷ তখনকার সেই বিভৎস দিনগুলির কথা এখনো স্পষ্ট মনে আছে সবার৷ ঠিক এমনই কিছু বীভৎস দিনের কাহিনী তুলে ধরলেন কংগ্রেসের প্রাক্তন প্রধান৷ নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী থাকাকালীন ১৯৮০ সালে বিশালগড় মহকুমার নেহাল চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে দায়িত্ব পেয়েছিলেন ওই এলাকার মলিন চন্দ্র দাস৷ তিনি একই পঞ্চায়েতের ১০ বছর প্রধানের দায়িত্বে ছিলেন৷ প্রাক্তন প্রধান মলিন চন্দ্র দাস ১৯৮৭ সালের ১৯ নভেম্বরের কথা আজও ভুলতে পারেননি৷ ১৯৮৭ সালের ১৯ নভেম্বর বিকেল চার ঘটিকায় প্রাক্তন প্রধান মলিন চন্দ্র দাসের দুই ভাই দিলীপ দাস এবং সুকলাল দাসকে  দুষৃকতিকারীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হতে হয়েছিল৷ তাদের অপরাধ একটাই ছিল তারা কংগ্রেসের সমর্থক ছিল৷  তাদের ভাই মলিন চন্দ্র দাস কংগ্রেসের প্রধান৷ কংগ্রেস করার অপরাধে মলিন চন্দ্র দাসের দুই ভাই খুন হতে হলো  দুষৃকতিকারীদের হাতে৷ দুই ভাইয়ের মৃত্যুর ইতিহাস বুকে চেপে রেখে আজও বেঁচে রয়েছেন৷  বর্তমানে উনার বয়স ৭৫৷ এখনো পর্যন্ত মলিন চন্দ্র দাস দুই ভাইয়ের খুনের বিচার পাননি৷ আজ সেই কংগ্রেস সিপিএমই হাতে হাত মিলিয়ে জোট হয়েছে৷ কংগ্রেসের প্রাক্তন প্রধান মলিন চন্দ্র দাস জানিয়েছেন কংগ্রেস এবং সিপিএম তাদের নিজেদের এবং দলের স্বার্থসিদ্ধির জন্য জোট হয়েছে৷ এতে বলার অপেক্ষা রাখে না যে কংগ্রেস সিপিএমের এই জোট রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে  হতে পারে না৷