বাঁকুড়া, ২৭ জানুয়ারি (হি. স.) : রাইপুরে ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্ৰহের সোনা ও রূপার অলঙ্কার সহ চুরি যাওয়া প্রনামী বাক্সের টাকা উদ্ধার করলো রাইপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত২৩ জানুয়ারি গভীর রাতে রাইপুরে ইস্কন মন্দিরে হানা দেয় দুষ্কৃতীরা।মন্দিরের তালা ভেঙে রাধাকৃষ্ণের বিগ্ৰহ থেকে সোনার বালা, রুপোর মল, পৈতে সহ কিছু অলঙ্কার নিয়ে চম্পট দেয়।যাওয়ার সময় প্রণামী বাক্সের টাকা ও নিয়ে যায়।এই ঘটনায় সারা রাইপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এরপরই পুলিশ তদন্তে নামে।বাকুঁড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান পুলিশের জেরায় ধৃত দুষ্কৃতীরা তাদের কৃতকর্মের কথা স্বীকার করে।তাদের জে্রার ভিত্তিতে চুরি যাওয়া অলঙ্কার ও প্রণামীর টাকা ও উদ্ধার হয়।ধৃতদের এদিন বাঁকুড়া আদালতে পেশ করা হয়েছে।

