নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : শনিবার রাজস্থানের ভিলওয়ারায় সকাল ১১:৩০ টায় ভগবান শ্রী দেবনারায়ণ জির ১১১১ তম অবতার মহোৎসব অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে। ভগবান শ্রী দেবনারায়ণ জিকে রাজস্থানের লোকেরা পূজা করে এবং তাঁর অনুগামীরা সারা দেশে ছড়িয়ে পড়ে। জনসেবার জন্য তিনি বিশেষভাবে সম্মানিত।