নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো এবং চিনের মন্ত্রী কিন গ্যাং সহ সকল সদস্যকে গোয়ায় অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) বিদেশমন্ত্রীদের বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠিয়েছে।ভারত গত বছরের সেপ্টেম্বরে নয় সদস্যের মেগা-গ্রুপিংয়ের সভাপতিত্ব গ্রহণ করে। এই বছর প্রধান মন্ত্রী পর্যায়ের বৈঠক ও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, চিন, ভারত, পাকিস্তান, ইরান এবং মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো।
2023-01-27

