কোচবিহার, ২৭ জানুয়ারি (হি.স.): পাচারের আগে কন্টেইনার থেকে বিপুল পরিমাণ কাশির সিরাপ বাজেয়াপ্ত করেছে কোচবিহারের নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার মাথাভাঙ্গা থানায় একটি সাংবাদিক সম্মেলনে, এসপি অমিত ভার্মা বলেন কার্গো লাইনে পাচার হওয়ার আগে বৃহস্পতিবার গভীর রাতে ১৫,০০০ টিরও বেশি ফেনসিড্রিল কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে। যা ট্যালকম পাউডারের বাক্সে লুকিয়ে রেখেছিল চোরাকারবারিরা। কোচবিহার রাজ্য সড়কের নিশিগঞ্জ সংলগ্ন এলাকা থেকে এগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত তিন চোরাকারবারীর মধ্যে দুজনকে পুরো বিষয়টি তদন্তের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।

