নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারী৷৷ আগামী১৬ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাজ্যের বিধানসভা নির্বাচন৷ সেই নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী তিপরা মথা, তৃণমূল, সিপিএম বক্সনগর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে৷ রাজনৈতিক দলের সঙ্গে আতাত গঠন করেনি তিপরা মথা৷ একা নির্বাচনে লড়াই করবে তারা৷তারই অঙ্গ হিসেবে বক্সনগর টাউন হল মাঠে মথার নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়৷ উক্ত জান সমাবেশে বক্তারা বলেন আপনারা রাজ্যের মসনদে ২৫ বছর বামফ্রন্ট ,তার আগে আরো দশ বছর এবং কংগ্রেসকে ক্ষমতায় দেখেছেন জনজাতি সংখ্যালঘু ওবিসি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগণ৷ কি করেছে ,কতটুকু উন্নয়ন করেছে৷ তার হিসাব গণতান্ত্রিক উপায়ে আপনারাই শাসকদলের নিকট আপনারা সবাই চাইবেন৷ গ্রামপাহাড় আজ বড় অসহায়৷ জনজাতিদের আর্থিক সামাজিক কৃষি সংসৃকতি অনেক অংশে পিছিয়ে গেছে৷ বাম এবং বর্তমান বিজেপি জামানায় উপজাতিরা অসহায়৷ তাই প্রদ্যুৎ কিশোর বর্মনের হাত ধরে তিপরা মথা দলের হাতকে মজবুত করে গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিকে সামনে রেখে জনজাতি এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তীব্র থেকে তীব্রতার আন্দোলন করতে প্রস্তুত দল৷ সাংবিধানিক উপায়েই তারা তাদের দাবি আদায় করতে বদ্ধপরিকর বলেও জানান৷ আবার মথার সমস্ত অংশের জনগণদের নিয়ে টিসিএফ ত্রিপুরা সিটিজেন ফেডারেশন ঘোষণা করা হয় এদিন৷ আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন সুব্রত দেববর্মা ও আই টি এফ বক্সনগর ব্লক এবং এমডি সুন্দর আলী, এমডি শামসুল আলম, সিনিয়র লিডার আমিনুর ইসলাম টিসিএফ এবং বক্সনগর এলাকার জনপ্রিয় নেতা আবু খায়ের ,৷
2023-01-27