নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারী৷৷ জিবি হাসপাতালে রোগীদের জন্য ব্যবহৃত সিরিজ স্যালাইনের পাইপ এবং অন্যান্য সামগ্রী ডাস্টবিন থেকে কুড়িয়ে অন্যত্র নিয়ে গিয়ে বিক্রি করার মত চাঞ্চল্যকর ঘটনায় জনগণের রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ জিবি হাসপাতাল সহ রাজ্যের অন্যান্য হাসপাতাল গুলিতে রোগীদের জন্য ব্যবহৃত স্যালাইনের পাইপ , ইনজেকশনের সিরিঞ্জসহ অন্যান্য বর্জ্য পদার্থ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়৷ আর এটাই স্বাভাবিক বিষয়৷ কিন্তু জিবি হাসপাতাল সংলগ্ণ ডাস্টবিন থেকে ইনজেকশনের সিরিঞ্জ এবং সেলাইনের পাইপ তুলে নিয়ে অন্যত্র বিক্রি করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জনমনে রীতিমত ভীতির সঞ্চার হয়েছে৷ এই কাজে জিবি হাসপাতালের এক ডোম সরাসরি জড়িত৷ এ সংক্রান্ত বিষয় জনসমক্ষে আসতেই জনগণের মধ্যে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ দীর্ঘদিন ধরে এ ধরনের অপকর্ম ঘটে চলেছে বলে ও জানা গেছে৷ এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন ভ্রুক্ষেপ নেই৷ প্রশ্ণ দেখা দিয়েছে এসব বর্জ্য পদার্থ পুনরায় চিকিৎসা পরিষবার কাজে ব্যবহার করার জন্য কোন চক্র বাজারজাত করছে কিনা তা নিয়ে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ শুক্রবার তারই চিত্র ধরা পড়ল হাতেনাতে৷ অভিযুক্ত ডোমের নাম প্রদীপ দাস৷সে জিবি হাসপাতালে ডুম হিসেবে কর্মরত৷
2023-01-27