সিনিয়র ক্রিকেটে জিরানিয়াকে হারিয়ে হ্যাটট্রিক মোহনপুরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। জয়ের হ্যাটট্রিক মোহনপুরের। প্রথম ম্যাচে গন্ডাছড়া, দ্বিতীয় ম্যাচে অমরপুরকে হারানোর পর আজ জিরানিয়াকে ২০৯ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে মোহনপুর। টানা তিন ম্যাচে জয়ের সুবাদে মোহনপুর সিনিয়র স্টেট ক্রিকেট প্লেট গ্রুপের এ বিভাগ থেকে গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্যে এগিয়ে রয়েছে। শান্তির বাজারের বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে আজ ম্যাচ শুরুতে টস জিতে জিরানিয়া প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে মোহনপুর ৪৭ ওভার ৩ বল খেলে সব কটি উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকাশ দেবের ৮৩ রান এবং মিঠুন সরকারের ৩৮ রান উল্লেখযোগ্য। আকাশ ৭৩ বল খেলে আটটি বাউন্ডারি ও ছটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৩ রান পায়। জিরানিয়ার শুভম রায় ৩৬ রানে তিনটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে জিরানিয়া কুড়ি ওভার ২ বল খেলে ৮১ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে প্রবাল মজুমদার সর্বাধিক ৩৫ রান পেয়েছে। মোহনপুরের দীপেন বিশ্বাস কুড়ি রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, জয়দীপ দেব পেয়েছে তিনটি উইকেট ৩১ রানের বিনিময়ে।