ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। বিলোনিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়ালো কৈলাশহর। টিসিএ আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেটে এলিট গ্রুপের বি-বিভাগে কৈলাসহর ১৬৯ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে। যদিও এই বিভাগ থেকে উদয়পুর ইতিমধ্যে শেষ চারে খেলা নিশ্চিত করে নিয়েছে। ধর্মনগর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বুধবারের ম্যাচে টস জিতে বিলোনিয়া প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে কৈলাশহর নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোঃ ইসতেহার এর ৬৭ রান, দেবপ্রসাদ সিংহের ৫৭ রান এবং মোঃ আল বাহারের অপরাজিত ৩৬ রান উল্লেখযোগ্য। বিলোনিয়ার অর্ঘ্য ধর দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়া ২৭ ওভার ৫ বল খেলে ৮৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। কৈলাশহরের অভিজিৎ ১৯ রানে চারটি এবং অভীক পাল কুড়ি রানে তিনটি উইকেট তুলে নিতেই বিলোনীয়ার ব্যাটিং সাইড অনেকটা থেমে যায়। বিজয়ী দলের অভীক পাল প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।
2023-01-25

