মুম্বইয়ের বান্দ্রা এলাকায় আগুনে পুড়ল বাস, সমস্ত যাত্রী সুরক্ষিত

মুম্বই, ২৫ জানুয়ারি (হি.স.) : মুম্বইয়ের বান্দ্রা এলাকায় আগুনে পুড়ে গেল একটি বেস্ট (বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট আন্ডারটেকিং) বাস। আগুনের লেলিহান শিখায় বাসটি একেবারে পুড়ে গিয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। সবাই সুরক্ষিত রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ওই বাসটিতে ২০-২৫ জন যাত্রী ছিলেন। বুধবার দুপুরে মুম্বইয়ের এসভি রোডের ওপর বান্দ্রা সিগন্যাল মোড়ের কাছে বাসটিতে আগুন ধরে যায়। চালক বাসটি থামানো মাত্রই সমস্ত যাত্রীরা নেমে পড়েন। মুহূর্তের মধ্যেই বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে। পর দমকল বাহিনী এসে আগুন নিভিয়েছে।