আমবাসা(ত্রিপুরা), ২৫ জানুয়ারি(হি. স.) : ত্রিপুরা সরকারের কাজ ও উন্নয়নের জন্য বিধানসভা নির্বাচনে পুণরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করবেন মানুষ। নির্বাচনী প্রচারাভিযানে দাবী করলেন মন্ত্রী মনোজ কান্তি দেব। বুধবার কমলপুরে এই দাবি করেন তিনি।
প্রসঙ্গত, নির্বাচনী আবহে দলের সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছেন মনোজ কান্তি দেব। এরই অঙ্গ হিসাবে ৪৫ কমলপুর বিধানসভা কেন্দ্রের ফুলছড়ি বাজার এলাকায় নির্বাচনী সভায় যোগ দেন তিনি। সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, সমাজের সকল অংশের মানুষের জন্য কাজ করে চলেছে বিজেপি সরকার। দলমত নির্বিশেষে সবার জন্য সবার কল্যাণে কাজ করার অভূতপূর্ব নীতি গ্রহণ করেছে বর্তমান ত্রিপুরা সরকার। আর সামগ্রিক উন্নয়নের ভিত্তিতেই বিজেপি সরকারকে আবারো ক্ষমতায় ফেরাবেন ত্রিপুরার মানুষ।
এদিন ক্রেতা বিক্রেতা সহ সাধারণ মানুষ প্রচুর সংখ্যায় কর্মসূচীতে অংশ নেন। একই সঙ্গে ৩ পরিবারের ১৫ জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন।

