গুয়াহাটি, ২৫ জানুয়ারি (হি.স.) : অসম পুলিশের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া সহ ১৫ জন পদস্থ আধিকারিক এবং অন্য স্তরের কর্মী এবারের ৭৪-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাষ্ট্ৰপতির উৎকৃষ্ট সেবা পুরস্কার লাভ করবেন। পুলিশের কর্তব্যে বিশেষ অবদানের জন্যই তাঁদের রাষ্ট্রপতির পুলিশ-পদক প্রদান করা হবে।
রাজ্যের সদর পুলিশ দফতর সূত্রে জানা গেছে, শিলচরে কর্তব্যরত সাউদার্ন রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়াকে প্রদান করা হবে রাষ্ট্ৰপতির উৎকৃষ্ট সেবা পুরস্কার। এছাড়া ১৪ জন করে পুলিশ অফিসার এবং কনস্টেবলকে উৎকৃ্ষ্ট নিদৰ্শনের জন্য পুলিশ মেডেল দিয়ে পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি।
পদক-প্রাকদের তালিকায় অন্য যাঁরা রয়েছেন তাঁরা যথাক্রমে গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরা, গুয়াহাটির পুলিশ সুপার মজিবুর রহমান, মুখ্যমন্ত্রীর স্পেশাল ভিজিল্যান্স সেলের পুলিশ সুপার ড. রোজি কলিতা, ইনস্পেক্টর (ইউবি) অনুকূল মালাকার, কারবি আংলঙে কর্তব্যরত সিটি (এবি) শিকারি ইংতি, তিনসুকিয়ায় কর্তব্যরত সিটি (ইউবি) দিলীপ কলিতা, কাছাড়ের কাঁঠালে কর্তব্যরত ৬ নম্বর আসাম পুলিশ ব্যাটালিয়নের ল্যান্স নাইক মুজিবুর রহমান চৌধুরী, কাছাড়ের কাঁঠালে কর্তব্যরত ৬ নম্বর আসাম পুলিশ ব্যাটালিয়নের নাইক মানিক কংসবণিক, লখিমপুরে কর্তব্যরত সিটি (ইউবি) সুমেশ্বর মুদৈ, তিনসুকিয়ায় কর্তব্যরত সিটি (ইউবি) সুনীল ফুকন, তিনসুকিয়ায় কর্তব্যরত সিটি (ইউবি) জুনমণি তামুলি, কারবি আংলঙে কর্তব্যরত ল্যান্স নাইক আনন্দ রংহাং, কারবি আংলঙের সিলোনিতে কর্তব্যরত এএসআই (ক্লার্ক) রিতুমণি বৈরাগী এবং ডাকুরভিটায় কর্তব্যরত প্রথম এপিটিএফ ব্যাটালিয়নের সিটি (এবি) সুভাষ রাভা।

