জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানালেন অমিত শাহ

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.) : জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি টুইট করে লিখেছেন, ভোটার দিবস সাংবিধানিক মূল্যবোধ উদযাপনের দিন। দিনটি একটি শক্তিশালী জাতি গঠনের জন্য নাগরিকদের তাদের ভোটাধিকার প্রয়োগের দায়িত্বকে নির্দেশ করে। শাহ বলেন, তিনি দেশের তরুণদের ভোট দেওয়ার বিষয়ে মানুষকে সচেতন করতে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রসঙ্গত, জাতীয় ভোটার দিবসটি ভোট দেওয়ার বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে পালিত হয়। নির্বাচন কমিশন ১৯৫০ সালের ২৫ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা দেবী পাতিল এদিনে জাতীয় ভোটার দিবস উদযাপন শুরু করেছিলেন।