সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে ২য় জয় এগিয়ে চলো’র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। দ্বিতীয় জয় পেলো এগিয়ে চলো সঙ্ঘ। কার্যত বিনা লড়াইয়েই ৯ উইকেটে পরাজিত করলো কর্ণেল ক্রিকেট কোচিং সেন্টারকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে একতরফা খেলে জয় ছিনিয়ে নেয় এগিয়ে চলো। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অনিরুদ্ধ বনিক (‌৩/‌৪),‌অমিত সরকার (‌৩/‌৮) এবং রাজদ্বীপ সিনহার (‌২/‌৫) দুরন্ত বোলিংয়ে মাত্র ২২ রানে গুটিয়ে যায় দুর্বল কর্ণেল সি সি সি। দলের কোনও ক্রিকেটার ওই ত্রয়ীর বোলিংয়ের সামনে মাথা তুলে দাড়াতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৮ রান করেআরমান আক্তার। জবাবে খেলতে নেমে এগিয়ে চলো ১৩ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনার রাজা রায় ৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে অপরাজিত থেকে যায়। দলীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে কোচ দেবজিৎ দত্ত। ‌‌‌