নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : মঙ্গলবার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পুরস্কারপ্রাপকদের সাথে আলাপ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকেল ৪টায় তার ৭ লোক কল্যাণ মার্গের বাসায় তরুণ নায়কদের সঙ্গে দেখা করবেন তিনি।
ভারত সরকার উদ্ভাবন, সমাজসেবা, স্কলাস্টিক, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতি এবং সাহসিকতা নামে ছয়টি বিভাগে তাদের ব্যতিক্রমী কৃতিত্বের জন্য শিশুদেরকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করছে। প্রত্যেক পুরস্কারপ্রাপকদের একটি পদক, নগদ ১ লাখ টাকা এবং একটি সার্টিফিকেট দেওয়া হয়। এই বছর বাল শক্তি পুরস্কারের বিভিন্ন বিভাগের অধীনে সারা দেশ থেকে ১১জন শিশুকে নির্বাচিত করা হয়েছে। পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ছয়টি ছেলে এবং পাঁচটি মেয়ে রয়েছে।