অংশুমানের দুর্দান্ত ১৮৮ রান শতদলকে সহজে হারালো প্রগতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। টানা চার ম্যাচে জয়ী প্রগতি প্লে সেন্টার। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে প্রগতি প্লে সেন্টার মঙ্গলবার শতদল সংঘকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। এই জয়ের সুবাদে প্রগতি প্লে সেন্টারও টানা চার ম্যাচে জয় ছিনিয়ে ক্রমশ সুপার ফোরের লক্ষ্যে এগুচ্ছে। ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে আজ, মঙ্গলবার সকাল নটায় ম্যাচ শুরুতে টস জিতে প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে প্রগতি ৩৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে অংশুমান নন্দীর অপরাজিত ১৮৮ রান যথেষ্ট উল্লেখযোগ্য। অংশুমান ১৩৭ বল খেলে ২৩ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৮৮ রান করে অপরাজিত থাকে এবং প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, সুরজিৎ দেববর্মার ৯৩ রান উল্লেখ করার মতো। সুরজিৎ ৬০ বল খেলে ছটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে ৯৩ রান সংগ্রহ করে। হৃদয় দেবনাথও পেয়েছে ৬৭ রান। শতদলের অঙ্কিত দাস দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে শত দল সংঘ ১৮ ওভার ৩ বল খেলে ৪৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। প্রগতির অর্পণ ভট্টাচার্য পাঁচ রানে চারটি এবং জসমিত দেবরায় তিন রানে দুটি উইকেট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *