মধ্যপ্রদেশ-১৫৯
ত্রিপুরা-৮১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। মধ্যপ্রদেশকে অল্প রানে আটকে দিয়েও হারলো ত্রিপুরা। শুধুমাত্র ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায়। জাতীয় সিনিয়র মহিলাদের ক্রিকেটে। বরোদার ইনফিপ্রো স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৭৮ রানে। প্রথম ব্যাট নিয়ে মধ্যপ্রদেশের গড়া ১৫৯ রানের জবাবে ত্রিপুরা মাত্র ৮১ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার প্রীয়াঙ্কা আচার্য ৪ উইকেট পেয়েছেন। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণের মুখে চাপে পড়ে যায় মধ্যপ্রদেশ। ত্রিপুরাকে আক্রমণে নেতৃত্ব দেন প্রীয়াঙ্কা। একমাত্র মাত্র ৭৯ রানে ৭ উইকেট হারিয়ে মধ্যপ্রদেশ যখন খাদের কিনারায় ছিলো তখনই ব্যাট হাতে রুখে দাঁড়ান প্রীতি যাদব এবং সালোনি ডাংগোরে। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। অষ্টম উইকেটে ওই জুটি ৯০ বল খেলে ৭৩ রান যোগ করে দলকে লড়াই করার জায়গায় নিয়ে যান। প্রীতি ৬৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন। শেষ পর্যন্ত মধ্যপ্রদেশ ১৫৯ রান করতে সক্ষম হয়। সালোনি ৪৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩১ রানে অপরাজিত থেকে যায়। ত্রিপুরার পক্ষে প্রীয়াঙ্কা আচার্য (৪/২৮) এবং অন্নপূর্ণা দাস (২/৩১) সফল বোলার। জবাবে খেলতে নেমে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় ত্রিপুরা ৩৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮১ রান করতে সক্ষম হয়। ওপেনার মৌচৈতি দেবনাথ এবং শেষ দিকে অম্বেষা দাস ও মামন রবিদাস ছাড়া ত্রিপুরার কোনও ব্যাটসম্যান তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। মামন ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ (অপ:), মৌচৈতি ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং অম্বেষা ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। মধ্যপ্রদেশের পক্ষে মঞ্জারী গাওয়াডে (২/৬),প্রীতি যাদব (২/১৪), পোনম সোনী (২/১৫) এবং বৈষ্ণবী শর্মা (২/১৫) সফল বোলার।