রাজ্য সিনিয়র ক্রিকেট এলিট গ্রুপে জয় দিয়ে শুরু উদয়পুর মহকুমার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। আরমান হুসনের দুরন্ত ব্যাটিং। আর তাতেই সহজেই বিলোনিয়া মহকুমার বাধা টপকালো গেলোবারের সেমি ফাইনালিস্ট দল উদয়পুর। ধর্মনগর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্য সিনিয়র ক্রিকেটে (‌এলিট গ্রুপ)। রবিবার উদয়পুর মহকুমা ৮ উইকেটে পরাজিত করে বিলোনিয়া মহকুমাকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বিলোনিয়া মহকুমা ১০০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রতন ত্রিপুরা ৫৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৯, এবং নিষান দেবনাথ ৪২ বল খেলে ১০ রান করেন।দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। উদয়পুরের পক্ষে রিয়াজ উদ্দিন (‌৩/‌১২) এবং সৌরভ দাস (‌২/‌১৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২৪.‌১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় উদয়পুর মহকুমা। দলের পক্ষে ওপেনার আরমান হুসেন ৫৬ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪২ রানে এবং শায়ন সাহা ৪৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে তন্ময় ঘোষ ৩৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং সম্রাট সূত্রধর ১০ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। ‌‌‌‌ বিজয়ী দলের রিয়াজ উদ্দিন পায় প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।