নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷ ভারতীয় জনতা পার্টি পেনশনার্স সেল ১৩ প্রতাপগড় মন্ডল কমিটি সদর শহর জেলার উদ্যোগে কনভেনশন অনুষ্ঠিত হয়৷ বনকুমারিতে অনুষ্ঠিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন বিধায়ক রেবতী মোহন দাস, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, বিজেপি পেনসনার্স সেলের অন্যতম নেতৃত্ব কমল কান্তি সাহা সহ অন্যান্যরা৷ বাম আমলে হোমগার্ডদের অবস্থা ছিল করুন৷ বর্তমান সরকার হোমগার্ডদের অর্থনৈতিক অবস্থার মানোন্নয়ন ঘটিয়েছে৷ এর জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানায় ভারতীয় জনতা পার্টি পেনশনার্স সেল৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবসরপ্রাপ্তদের উজ্জীবিত করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে এই কনভেনশনের আয়োজন বলে জানান বিজেপি পেনসনার্স সেলের অন্যতম সদস্য অনুপ ভট্টাচার্য৷ এদিন ১৩ প্রতাপগড় মন্ডলের অবসরপ্রাপ্তরা এই কনভেনশনে অংশ নেন৷ আগামী দিনে বিজেপি সরকার পুনঃ প্রতিষ্ঠিত হবে বলে জানান তিনি৷
2023-01-22

