ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। বিশাল জয় আমবাসার। অমরপুরকে ২৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছে আমবাসা ক্রিকেট টিম। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত প্লেইট গ্রুপের খেলায় আমবাসা জয় দিয়ে দারুণ সূচনা করেছে। খেলা হয়েছে মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে। সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে আমবাসা দলের অধিনায়ক ফণীভূষণ দেব প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রত্যেক সমানতালে ব্যাট করে রান পেয়েছে। তাদের মধ্যে করন পাল সর্বাধিক ৪৩ রান পায়। এছাড়া, মনীষ রুদ্র পালের ৩৭ রান এবং দেবাশীষ দেবনাথের ৩৪ রান উল্লেখযোগ্য। অমরপুরের অধিনায়ক দেবোত্তম ঘোষ ও গোপাল দাশগুপ্ত চারটি করে উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে অমরপুরের খেলোয়াড়রা ব্যাট হাতে নামলে চূড়ান্তভাবে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ১৫ ওভার ৪ বল খেলে মাত্র ৩৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। আমবাসার রাহুল পাল ২১ রানের বিনিময়ে একাই আটটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব নিশ্চিতভাবে জিতে নেয়। মূলতঃ রাহুলের বিধ্বংসী বোলিং দাপটেই অমরপুর গো-হারা হেরে যায়।
2023-01-22

