ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। প্রদর্শনী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। মূলতঃ আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামীকাল, ২৩ জানুয়ারি বেলা ২টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে এস্ট্রোটার্ফ সিনথেটিক গ্রাউন্ডে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বনাম ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠে অন্যান্যদের মধ্যে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার এবং প্রাক্তন ক্রিকেটার রজত কান্তি সেনগুপ্ত প্রমূখ উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সকলকে এতে উপস্থিত থাকার জন্য ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ সরকার আমন্ত্রণ জানিয়েছেন।
এদিকে, টিএফএ আয়োজিত প্রথম ডিভিশন সুপার লিগ ফুটবলের শেষ ম্যাচ ঘিরে অপ্রত্যাশিত ১৪ মিনিট বিতর্ক সমাধানে আগামী ২৪ জানুয়ারি ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের গভর্নিং বডির সভা ডাকা হয়েছে। ওইদিন বেলা ১১টায় আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য বৈঠকে টি এফ এ-র গভর্নিং বডির সকল সদস্যদের পাশাপাশি অভিযোগকারী দল জুয়েলস এসোসিয়েশনের সম্পাদককেও ডাকা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

