নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): জম্মু থেকে শ্রীনগরের দিকে এগিয়ে চলেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানালেন, রাহুল গান্ধীর সুরক্ষার সঙ্গে কোনও আপস নয়। জয়রাম রমেশ বলেছেন, আমরা আশা করি জম্মু-কাশ্মীর প্রশাসন নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি দেখবে, আমাদের আশ্বস্তও করা হয়েছে। আমরা রাহুল গান্ধীর নিরাপত্তার সঙ্গে আপস করতে পারি না।
জম্মুর নারওয়ালে জোড়া বিস্ফোরণের ঘটনায় জয়রাম রমেশ আরও বলেছেন, ভারত জোড়ো যাত্রা থামাতে বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা তা নিশ্চিত নয়, শুধুমাত্র নিরাপত্তা সংস্থাই সে বিষয়ে তথ্য দিতে পারে। আমি নিশ্চিত করতে পারি যে ভারত জোড়ো যাত্রা থামাতে পারবে না।

