ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। জয় দিয়ে শুরু মোহনপুরের। সিনিয়র রাজ্য আসর প্লেইট গ্রুপের খেলা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেট টুর্নামেন্ট প্রথম দিনে মোহনপুর ৪ উইকেটের ব্যবধানে গন্ডাছড়াকে হারিয়ে ভালোই সূচনা করেছে। খেলা হয়েছে অমরপুরের রাঙ্গামাটি মাঠে। সকাল সাড়ে নয়টা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে মোহনপুরের অধিনায়ক সমীর দেববর্মা প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে গন্ডাছড়া ৩১ ওভার ২ বল খেলে ৮১ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে হেমন্ত চাকমার ১৫ রান সর্বাধিক ছিল। এছাড়া শেখর দেব ও গনেশ সাহা ১৪ করে রান সংগ্রহ করেছে। মোহনপুরের চিরঞ্জীব দেবনাথ ২৬ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। এছাড়া, মিঠন সরকার ও দীপেন বিশ্বাস দুটি করে এবং জয়দীপ দেব ও রোহন বিশ্বাস একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মোহনপুর দল ২৬ ওভার ২ বল খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে রত্নদ্বীপ দাস ২৮ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। গন্ডাছড়ার প্রলয় দাস ১৮ রানে চারটি উইকেট পেলেও শেষ রক্ষা করতে পারেনি। এছাড়া, জুটন দাস ও লিটন দাস পেয়েছে একটি করে উইকেট।
2023-01-22

