বাসন্তী, ২২ জানুয়ারি (হি. স.) বাসন্তীতে তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। রবিবার দলীয় সভার কাজে যাওয়ার সময় বাসন্তীর কলতলাতে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল রবিবার সভার ডাক দিয়েছেন বাসন্তীতে, সেই সভায় তৃণমূলের বেশ কিছু শাখা সংগঠনকে ডাকা হয়নি বলে অভিযোগ। বিশেষ করে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে এই সভায় ডাকা হয়নি আর সেই কারণে যুব তৃণমূল কংগ্রেস কর্মীসহ অন্যান্য শাখা সংগঠনের কর্মীরা মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখান। ঘটনা কে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিয়ে কোনমতে মন্ত্রীর গাড়িকে সেখান থেকে বের করে দেন। প্রায় মিনিট দশেক মন্ত্রীকে আটকে থাকতে হয় রাস্তায়, কর্মীদের বিক্ষোভের জেরে। এরপর তিনি সভাস্থলের উদ্দেশ্যে রওনা বাসন্তীর দিকে।