নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷ বাম- গনতান্ত্রিক জোট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে শহরতলির দুটি স্থানে মিছিল করল সিপিএম৷ অন্যদিকে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে প্রচারে নামল সিপিএম এবং কংগ্রেস যৌথ ভাবে৷
নির্বাচনকে কেন্দ্র করে জোট করেছে সিপিএম এবং কংগ্রেস সহ বেশ কিছু রাজনৈতিক দল৷ যৌথ প্রচারের মাঝে পৃথক পৃথক ভাবে প্রচারে অংশ নিচ্ছে বিরোধী দলের নেতৃত্বরা৷ রবিবার ছুটির দিনে ত্রিয়োদশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম আড়ালিয়া লোক্যাল কমিটির উদ্যোগে আড়ালিয়া পঞ্চবটি এলাকা থেকে এক মিছিল সংগঠিত করা হয়৷ বাম- গনতান্ত্রিক জোট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে এই মিছিল করে সিপিএম৷ একই রকম ভাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম ডুকলি বিভাগের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়৷ মিছিলটি মধ্য ডুকলি থেকে শুরু করে বিভিন্ন পথ ঘুরে জুয়েলস ক্লাবের সামনে এসে শেষ হয়৷ পরে জুয়েলস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই- রাজ্য সম্পাদক নবারুণ দেব, প্রাক্তন বিধায়ক রাজকুমার চৌধুরী, নারীনেত্রী স্বপ্ণা দত্ত সহ অন্যান্য নেতৃত্ব৷ এদিকে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে প্রচার সজ্জায় অংশ নিতে দেখা যায় সিপিএম এবং কংগ্রেস নেতৃত্বদের৷ এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে দুই দলের কর্মীরা হাতে দুই দলের দলীয় পতাকা নিয়ে প্রচারে সামিল হয়৷ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৪৪ নং বুথ ক্ষুদীরাম পল্লী এলাকায় প্রচার সজ্জায় সামিল হন তারা৷ তবে কিছু কিছু ক্ষেত্রে দুষৃকতীরা আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা৷ পুলিশকে অবগত করার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে বলেও জানান৷ বিধানসভার ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচারে ময়দানে ত্যাজী হচ্ছে বিরোধীরা৷ এই ক্ষেত্রে নির্বাচন কমিশন সমস্ত ধরনের উদ্যোগ অব্যাহত রেখেছে৷
2023-01-22

