আগরতলা পুর নিগমের কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২১ জানুয়ারি (হি. স.) : আগরতলা পুর নিগমের কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করছে। 

শনিবার সাত সকালে লিচুবাগানস্থিত জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে এনসিসি থানায় খবর দেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি আগরতলা পুর নিগমে কর্মরত ছিলেন। তাঁর নাম শ্রীনিবাস সেন।

মৃতের জনৈক সহকর্মী জানিয়েছেন, দীর্ঘ দিন যাবৎ পুর নিগমের কমর্রত ছিলেন শ্রীনিবাস সেন। তাঁর সাথে গত চার বছর ধরে একসাথে কর্মরত রয়েছি। পরিবারের সদস্যদের নিয়ে ভোলাগিড়ি এলাকায় জীবন দাসের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। আজ সকালে রাস্তার পাশের জঙ্গল থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।পুলিশ জানিয়েছে, এনসিসি থানায় খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান ওসি সহ পুলিশ কর্মীরা। মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর হবে। মৃতদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।