নয়াদিল্লি, ২১জানুয়ারি (হি.স.) : শনিবার উত্তর-পূর্বের তিনটি রাজ্য মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয়ের জনগণকে রাজ্য প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “মণিপুরের জনগণকে রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা। গত কয়েক বছরে রাজ্য অনেক ক্ষেত্রেই উন্নতি করছে। আমি প্রার্থনা করি যে রাজ্যের জনগণের আশা-আকাঙ্খা পূর্ণ হয় এবং মণিপুর ভারতের প্রবৃদ্ধির গতিপথকে শক্তিশালী করে।”
অন্য একটি টুইটে প্রধানমন্ত্রী বলেন, “ত্রিপুরার প্রতিষ্ঠা দিবসে জনগণকে শুভেচ্ছা। ত্রিপুরার উন্নয়নের পথে গত ৫ বছর উল্লেখযোগ্য। কৃষি থেকে শিল্প, শিক্ষা থেকে স্বাস্থ্য, রাজ্যে ব্যাপক পরিবর্তনের সাক্ষী থেকেছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকুক।”
আবার আরেক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “মেঘালয়ের জনগণকে তাদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা। রাজ্যটি তার প্রাণবন্ত সংস্কৃতির জন্য পরিচিত, বিশেষ করে সঙ্গীত, শিল্পকলা এবং খেলাধুলার প্রতি অনুরাগ। মেঘালয়ের মানুষ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী। আমি আগামী বছরগুলিতে মেঘালয়ের অব্যাহত অগ্রগতির জন্য প্রার্থনা করি।”

