রায়পুর, ২১ জানুয়ারি (হি.স.): রায়পুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে কার্যত উড়ে গেল নিউজিল্যান্ড। একপেশে ম্যাছে ১৭৯ বল বাকি থাকতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল রোহিত ব্রিগেড।
শনিবার রায়পুরে সিরিজ জয়ের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । রায়পুরের বোলিং সহায়ক পিচে ভারতীয় পেসাররা হতাশ করেননি অধিনায়ককে। শামি, সিরাজ, হার্দিকদের দাপটে কার্যত ধরাশায়ী হয়ে গেল নিউজিল্যান্ডের টপ অর্ডার। প্রথম ওভারেই কিউয়ি দুর্গে আঘাত হানলেন শামি। শূন্য রানেই ফেরালেন ফিন অ্যালেনকে। তারপর থেকেই শুরু কিউয়ি ব্যাটারদের আসা-যাওয়া। মাত্র ১৫ রানের মধ্যে ৫ উইকেট ফেলল কিউয়িরা। ৩টি উইকেট নিলেন শামি । একটি হার্দিক এবং একটি সিরাজ। ৫ উইকেটের পর খানিকটা কামব্যাক করার চেষ্টা করে নিউজিল্যান্ড। কাজটা শুরু করেছিলেন গ্লেন ফিলিপস। তাঁর ব্যাটে খানিকটা প্রতিরোধ গড়ে উঠলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। ফিলিপসের ৩৬ ছাড়া কিউয়ি ইনিংসে উল্লেখযোগ্য অবদান বলতে ব্রেসওয়েলের ২২ এবং স্যান্টনারের ২৭। নিমেষে তাঁদের ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১০৮ রানে। পরে আরও একটি উইকেট পেলেন হার্দিক। জোড়া উইকেট তুললেন সুন্দরও।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা সাবধানে করেন অধিনায়ক রোহিত শর্মা এবং আগের ম্যাচের নায়ক শুভমন গিল। খানিকটা থিতু হয়েই রোহিত শুরু করলেন পালটা মার। এদিন ফের বেশ ঝকঝকে দেখাল অধিনায়ক রোহিতকে। অর্ধশতরানও পেলেন তিনি। ৫০ বলে ৫১ রান করে আউট হন ভারত অধিনায়ক রোহিত। সাতটা চার আর ২টো ছক্কায় সাজান তাঁর ইনিংস। সিপ্লের বলে লেগ বিফোর হন রোহিত। ফলে ম্যাচ শেষ না করার আক্ষেপ নিয়ে ফিরতে হল ভারত অধিনায়ককে। ১০৮ রান তাড়া করতে নেমে ৭২ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৯ বলে ১১ রান করে আউট হন বিরাট কোহলি । যদিও তাতে কোনও সমস্যা হয়নি। ভারত ২০.১ ওভারেই ২ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৭৯ বল বাকি থাকতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। শুভমন গিল ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ইশান কিষাণ ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। সেই সঙ্গে সিরিজ জয় নিশ্চিত করে ভারতীয় দিল। এর আগে হায়দরাবাদের এক দিনের ম্যাচ জিতে সিরিজে ১-০ লিড নিয়েছিল ভারত। এবার রায়পুরের দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের একদিনের সিরিজ জয় তুলে নিলেন রোহিততা। শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডকেও ঘরের মাটিতে দুরমুশ করে দিল ভারত।