BRAKING NEWS

আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ ঘিরে ক্লাবগুলিতেও দারুন উৎসাহ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। ফুটবল ক্লাবগুলোর মধ্যে দারুন উৎসাহ। আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ বলে কথা। আজীবন সদস্যরাও দীর্ঘ কয়েক বছর পর একটি প্রদর্শনী আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখবেন বলে এই উদ্যোগের প্রশংসা করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পূর্ব ঘোষণা অনুযায়ী অনুমোদিত ক্লাব ও সংগঠনের কর্মকর্তাদের পাশাপাশি আজীবন সদস্যদেরও বৈঠকে ডেকেছেন। আজ, শনিবার বিকেলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনেক ক্লাব কর্মকর্তা এবং আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কুমিল্লা জেলা ফুটবল একাদশ বনাম ত্রিপুরা ফুটবল একাদশের মধ্যে আগামী ২৯ জানুয়ারি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ফুটবল টিম ২৮ জানুয়ারি সোনামুড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করবে। ২৯ জানুয়ারি রবিবার বেলা দুইটায় প্রদর্শনী প্রীতি ম্যাচে অংশ নেবে। আন্তর্জাতিক এই ম্যাচ দেখার জন্য ফুটবলারদের ক্ষেত্রে প্রবেশ মূল্য অর্থাৎ টিকিটে ৩০ টাকা ছাড় দিয়ে কুড়ি টাকা ধার্য করা হয়েছে। সাধারণ দর্শকদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা-ই রাখা হয়েছে। প্রতিটি ক্লাব একশ’ বা ততোধিক টিকিট সংগ্রহ করতে পারবে। উল্লেখ্য, ত্রিপুরা ফুটবল একাদশ গড়ার লক্ষ্যে ইতিমধ্যে ৩৫ জন ফুটবলারকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। আজ দুজন কোচ হিসেবে সুজিত ঘোষ ও ওভেনজিৎ সিনহা এবং ম্যানেজার হিসেবে অঞ্চল সেনগুপ্তের নাম ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক বাছাইকৃত ৩৫ জন ফুটবলার থেকে ২২ সদস্য বিশিষ্ট রাজ্য দল গঠন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *