হাবিবপুরে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, ধৃত ২ মহিলা

হবিবপুর,২১ জানুয়ারি (হি. স.) : মালদার আইহো নমোটোলা এলাকায় দিনদুপুরে বাড়িতে ঢুকে চুরির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল । শনিবার দুপুরে ওই এলাকার বাসিন্দা অজিত সিংয়ের বাড়িতে ঘটনাটি ঘটে। এই ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে দুই মহিলা।

বাড়ির মালিক অজিত সিং জানান, এদিন দুপুরে বাড়ির ছাদে গিয়ে রোদ পোহাচ্ছিলেন বাড়ির লোকজন। সেই সময় বাচ্চা কোলে বহিরাগত দুই মহিলা বাড়িতে ঢুকে পড়ে। নীচ তলার ঘরে আলমারি থেকে নগদ কিছু টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই বিশেষ প্রয়োজনে নীচে নেমে অজিতবাবু দেখেন, আলমারি খোলা। সেখান থেকে কিছু টাকাও উধাও। এদিকে, দু’জন অপরিচিত মহিলা বাড়ির বাইরে চলে যাচ্ছে। চুরি হয়েছে বুঝতে পেরেই চিৎকার শুরু করেন বাড়ির লোকজন। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে দুই মহিলাকে ধরে ফেলেন। খবর যায় থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুই মহিলাকে আটক করে নিয়ে যায়। ওই মহিলাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, কখনও জল খাওয়ার অজুহাতে, আবার কখনও সাহায্য তোলার অজুহাতে বাড়িতে ঢুকে সুযোগ বুঝে চুরি করে ওই মহিলারা। পুলিশ দুই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে।