নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ করবুক উপজাতি সংরক্ষিত আসনের নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে শনিবার বিস্তারিত তথ্য প্রদান করলেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার তথা মহাকুমা শাসক৷ শান্তিপূর্ণ নির্বাচনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শনিবার দুপুরে করবুক মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলন করলেন ৪৩- করবুক উপজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা করবুকের মহকুমা শাসক পার্থ দাস৷ তিনি জানান করবুক বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪০২৩৮ জন৷ যার মধ্যে পুরুষ ভোটার ২০২৯৫ জন এবং মহিলা ভোটার ১৯৯৪৩ জন৷ মোট ৪৬ টি ভোট গ্রহন কেন্দ্রের মধ্যে ১৭টি স্পর্শকাতর ও ১১টি অতি স্পর্শকাতর ভোট গ্রহন কেন্দ্র রয়েছে৷ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে করবুক বিধানসভা এলাকায় ইতিমধ্যে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর ছয়টি কোম্পানি এসেছে৷ আরো তিনটি কোম্পানী আসবে বলে জানান রিটার্নিং অফিসার পার্থ দাস৷ প্রতিটি কোম্পানিতে ৯০ জন জওয়ান ও একজন করে অফিসার রয়েছে৷ নির্বাচন শান্তিপূর্ণ হবে এই আস্থা প্রদানের লক্ষ্যে প্রতিদিন বিধানসভার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের নিয়ে ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে৷ নবজয় পাড়া, চেলাগাঙ ও আইলমাড়ায় তিনটি চেকপোস্ট বসিয়ে প্রতিনিয়ত সন্দেহভাজন গাড়ী গুলিতে তল্লাশি চালানো হচ্ছে৷ গনতন্ত্রের পবিত্র উৎসব বিধানসভা নির্বাচন কে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান করবুক বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার পার্থ দাস৷
2023-01-21

