রাঁচি, ২১ জানুয়ারি (হি. স.): পঞ্চমুখী মন্দিরের দানবাক্স ভেঙে ৪০,০০০ টাকা চুরির অভিযোগে মোহম্মদ শাহওয়াজ এবং আফতাব আলম নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে রাঁচির জগরনাথপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া দানবাক্স, তালা ভাঙার জন্য ব্যবহৃত একটি বড় লোহার আউল, লোহা কাটার জন্য একটি ব্লেড এবং নগদ ২,৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার এসএসপি কিশোর কৌশল জানিয়েছেন, ১৯ জানুয়ারি জগরনাথপুর থানা এলাকার সেক্টর ১-এ অবস্থিত পঞ্চমুখী মন্দিরের দানবাক্স ভেঙে ৪০,০০০ টাকা চুরির একটি মামলা দায়ের করা হয়েছিল। হাতিয়ার ডিএসপি রাজা কুমার মিত্রের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে দলটি। মামলার পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

