বাসন্তী, ২০ জানুয়ারি (হি. স.) : কিডন্যাপিংয়ের অভিযোগে গ্রেফতার এক মহিলা। ধৃতের নাম আলেমা শেখ। বাসন্তী থানার ভরতগর গ্রাম পঞ্চায়েতের চাঁদখালি থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে আলেমাকে।
ধৃতের বিরুদ্ধে নিজের এক নিকট আত্মীয়ের সন্তানকে কিডন্যাপ করার অভিযোগ রয়েছে। ফারিশান শেখ নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে বাসন্তী থানার পুলিশ গ্রেফতার করে আলেমাকে। ধৃতকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।