আগরতলা, ২০ জানুয়ারি(হি. স.) : জিরানিয়ায় হিংসার ঘটনায় তিনজন পুলিশ আধিকারিকের উপর নির্বাচনের কমিশনের কোপ পড়ল। হিংসা মোকাবিলায় সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় জিরানিয়ার এসডিপিও-কে বরখাস্ত এবং অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই দায়ে রাণীরবাজার এবং জিরানিয়া থানার ওসি-কে অবিলম্বে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ জারি করেছে কমিশন। পাশাপাশি কমিশন ত্রিপুরার পরিস্থিতি পর্যালোচনা এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন নিশ্চিত করার জন্য তিনজন বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত করেছে। এদিকে, কংগ্রেস পর্যবেক্ষক ড. অজয় কুমারের হামলার খবর সত্য নয় বলে ত্রিপুরা সরকারের রিপোর্টে কমিশন জানতে পেরেছে।
প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার পর মজলিশপুরে কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে একাধিক মানুষ আহত হয়েছেন। ওই ঘটনায় কংগ্রেস বিজেপি এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। নির্বাচন কমিশন ওই ঘটনায় ত্রিপুরা সরকারের কাছে রিপোর্ট তলব করেছিল। মুখ্য সচিব এবং ত্রিপুরা পুলিশের মহা নির্দেশকের কাছে ওই ঘটনা সম্পর্কে জানতে চেয়েছিল। কমিশন ত্রিপুরায় অনাকাঙ্খিত ঘটনার জন্য অসন্তোষ প্রকাশ করেছে। তাই, মুখ্য সচিব এবং ত্রিপুরা পুলিশের মহানির্দেশককে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে কমিশন।
ওই ঘটনায় কমিশন তিনজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। সময়মতো ব্যবস্থা না নেওয়ার জন্য জিরানিয়ার এসডিপিও-কে বরখাস্ত এবং অবিলম্বে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিয়েছে কমিশন। সাথে জিরানিয়া থানা ও রাণীরবাজার থানার ওসি-কে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, রাজনৈতিক হামলার সম্ভাবনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্য সচিব এবং ত্রিপুরা পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছে কমিশন।
এদিকে, নির্বাচন কমিশন ত্রিপুরার জন্য তিনজন বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত করেছে। তাঁরা ত্রিপুরায় আইন-শৃংখলা পরিস্থিতি পর্যালোচনা এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন সুনিশ্চিত করা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে কমিশনের কাছে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন যোগেন্দ্র ত্রিপাঠি, বিবেক জোহরি এবং বি মুরলী কুমার-কে ত্রিপুরায় বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি দিয়েছে।

