কলকাতা, ২০ জানুয়ারি (হি. স.) : কলকাতা বিশ্ববিদ্যালয়ে টেন্ডার ডেকে সরস্বতী পুজোর আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
২৬ জানুয়ারি সরস্বতী পুজো। হাতে আর মাত্র ৫ দিন বাকি। ২৪ জানুয়ারি বেলা ২টোর মধ্যে টেন্ডারে অংশ নিতে আগ্রহীদের আবেদন জমা করতে বলা হয়েছে। ওয়েবসাইটেই পাওয়া যাচ্ছে আবেদনপত্র।
ইতিহাসে এই প্রথমবার, সরস্বতী পুজোর জন্য টেন্ডার ছাড়লো কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পাঁচ ক্যাম্পাসের ভোগ প্রসাদ, আলপনা ও প্যান্ডেল করার জন্য টেন্ডার এর নোটিশ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। শুক্রবারই নোটিস দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
সরস্বতী পুজোর আলপনা, প্রসাদ, ফল-খিচুড়ি। তার জন্যও টেন্ডার ডাকতে হল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে? এ নিয়ে উঠছে প্রশ্ন। কর্তৃপক্ষ বলছে, নজরে স্বচ্ছতা। তাই টেন্ডার ডেকে পুজোর আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ক্যাম্পাসের জন্যই এই নোটিস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস, বালিগঞ্জ সায়েন্স কলেজ, টেকনোলজি ক্যাম্পাস সল্টলেক, আলিপুর ক্যাম্পাস, হাজরা ল’ কলেজ ক্যাম্পাস এই পাঁচ ক্যাম্পাসে পুজোর জন্যই টেন্ডার।
কর্তৃপক্ষ বলছে স্বচ্ছতার কথা। কিন্তু প্রশ্ন উঠছে, শুধুই কি তাই? কেন না, সবসময়ই সরস্বতী পুজো করে নির্বাচিত ছাত্র ইউনিয়ন। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছ’ বছর ধরে ছাত্র সংসদের ভোট নেই। অভিযোগ রয়েছে আরও। শাসকদলেরই ছাত্র সংগঠনের অন্দরে দলাদলি আছে বিশ্ববিদ্য়ালয়ে।
অন্যদিকে এই পুজোর দায়িত্ব নিতে চেয়ে এসএফআই এবং ডিএসও ছাত্র সংগঠনের তরফেও আবেদন জানানো হয় বলে সূত্রের খবর। সব ছাত্র সংগঠনের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠনেরও প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরেও জটিলতা বাড়ার সম্ভাবনা থেকেই কি সরস্বতী পুজোর প্রসাদ, আলপনার ভারও টেন্ডার ডেকে দিতে হচ্ছে। এ সব নিয়ে উঠছে প্রশ্ন।