নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ শনিবার থেকে শুরু হবে মনোনয়ন তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া৷ এখনো রাজনৈতিক দলগুলি ৬০ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেনি৷ এরই মধ্যে শুরু হয়ে গেছে সম্ভব্য প্রার্থীদের বাড়ি বাড়ি প্রচার৷ শুক্রবার ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিঘালীয়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারলেন বিধায়ক ডাঃ দিলীপ দাস৷ এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি৷ তুলে দেন কাজের খতিয়ান সম্বলিত লিফলেট৷ কিছু জায়গায় অসন্তোষের মুখে পড়তে হয় তাঁকে৷ তাদের বক্তব্য শোনেন বিধায়ক৷ তিনি জানান মানুষকে দেওয়ার চেষ্টা করেছে সরকার৷ কিছু মানুষ অসন্তুষ্ট৷ তাদের বিভিন্ন ধরনের বক্তব্য আছে৷
2023-01-20

