ইয়েরেভান (আর্মেনিয়া), ২০ জানুয়ারি (হি.স.) : আর্মেনিয়ার একটি সামরিক ব্যারাকে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ সেনা সদস্য। এ ঘটনায় দগ্ধ আরও ৩ জনের অবস্থা সংকটাপন্ন। বৃহস্পতিবার হতাহতের তথ্য নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানান হয়, পূর্বাঞ্চলীয় সীমান্তের আজাত গ্রামের একটি সামরিক ব্যারাকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ সেনাচৌকিতে আগুন ছড়িয়ে পড়ে, তা নিয়ন্ত্রণে আনার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখছে প্রশাসন।
এর আগে গত বছরের আগস্টে দেশটির রাজধানীতে ঘটা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিল কমপক্ষে ২৫ জন। ২০২০ সালে মুসলিম প্রতিবেশী আজারবাইজানের সাথে হওয়া ব্যাপক সীমান্ত সংঘাতের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি আর্মেনিয়া। ৪৪ দিনের ঐ যুদ্ধে প্রাণ যায় ৭ হাজারের বেশি মানুষের।