রিয়াধে মেসি-রোনাল্ডোদের তারার হাটে সকলের নজর কাড়লেন অমিতাভ বচ্চন

রিয়াধ, ২০ জানুয়ারি (হি.স.) : সৌদির মাঠে ফুটবল-বলিউড মিলেমিশে একাকার হয়ে গেল। রিয়াধের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে বসেছিল তারার হাট। লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে, নেইমারদের সেই তারার মেলাতে সবার চোখ আলাদা করে আকর্ষণ করেছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন।

শুক্রবার সকালে টুইটারে একটি ভিডিও পোস্ট করে অমিতাভ লেখেন, “রিয়াদে অবিশ্বাস্য একটি সন্ধ্যা! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, এমবাপে, নেইমার একসঙ্গে খেলেছেন। উদ্বোধনী ম্যাচে আমন্ত্রিত অতিথি আমি। পিএসজি ভার্সেস রিয়াদ সিজনস (অলস্টার)। অবিশ্বাস্য!!”

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিগ বি-র সেই পোস্ট । ভিডিওতে দেখা যায় ম্যাচ শুরু আগে ফুটবলারদের সঙ্গে পরিচিত হচ্ছেন ভারতীয় সিনেমার সুপারস্টার অমিতাভ বচ্চন । তিনি একইসঙ্গে হাত মেলালেন ম্যাচ অফিসিয়াল ও বল বয়দের সঙ্গেও। সোশ্যাল মিডিয়াতে সেই মুহূর্ত ভাইরাল হয়ে যায়। অমিতাভ দুই দলের সব ফুটবলারদের সঙ্গে হাত মেলালেও, আসল মুহূর্ত তৈরি হল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে আসার পর। বিশ্ব ফুটবলের দুই মহাতারকার সঙ্গে হাত মেলানোর পরেই তৈরি হল এক অনন্য মুহূর্তের। শুধু হাত মেলানো নয়। দুই মহাতারকার সঙ্গে কয়েক সেকেন্ড কথাও বলতে দেখা গেল অমিতাভকে। সেই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল।

প্রসঙ্গত, বচ্চন পরিবারের ক্রীড়াপ্রেম নতুন কিছু নয়। অভিষেক বচ্চন ফ্র্যাঞ্চাইজি ফুটবল ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) চেন্নাইয়ান এফসি নামের একটি ক্লাবের স্বত্বাধিকারী। এই দলে জাতীয় ফুটবল দলের বেশ কয়েকজন খেলোয়াড় আছেন। অমিতাভ বচ্চন ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খুব আগ্রহ নিয়েই দেখেন। ক্রিকেটের বিভিন্ন ইস্যুতে তাকে অনেকবারই টুইটারে সরব ভূমিকা নিতে দেখা গেছে।

রিয়াধে পিএসজি ও সৌদি আরব অলস্টার একাদশের প্রীতি ম্যাচ ঘিরে সকলের উৎসাহ ছিল তুঙ্গে । সেই পরিবেশকে আরও হাইভোল্টেজ করে দিলেন ভারতীয় সিনেমার মহানায়ক অমিতাভ বচ্চন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *