আগামী সপ্তাহে ফের মেঘালয়ে যাচ্ছেন অভিষেক

কলকাতা, ২০ জানুয়ারি (হি. স.) : আগামী সপ্তাহে শিলংয়ে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোট ঘোষণার পর শিলং সফরে গিয়ে কী বার্তা দেন তিনি, সেদিকেই নজর সকলের।

পাখির চোখ বিধানসভা নির্বাচন। তার আগে ফের মেঘালয় সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ২৪ জানুয়ারি তিনি সেখানে সমাবেশ করবেন।

একুশের বিধানসভা নির্বাচনে দুর্দান্ত ফলাফল করে তৃতীয়বার এ রাজ্যের ক্ষমতায় আসার পর রাজ্যের বাইরে সংগঠন বিস্তারে বাড়তি নজর দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বিশেষত তাদের নজরে উত্তর-পূর্বের ছোট রাজ্যগুলি।
ত্রিপুরায় আগেই লড়াই শুরু করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যার মূল সেনাপতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিয়ম করে ত্রিপুরা গিয়ে সংগঠনের কাজ গুছিয়ে আসেন, দেন প্রয়োজনীয় পরামর্শ। মেঘালয়েও সংগঠনকে আরও গোছাতে তৎপর তৃণমূল।
উল্লেখ্য, গত বুধবারই ত্রিপুরা, মেঘালয়ের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন। নাগাল্যান্ড এবং মেঘালয়ে ভোট হবে একই দিনে। আগামী ২৭ ফেব্রুয়ারি। ৩ রাজ্যের ভোটেরই ফলাফল ঘোষিত হবে আগামী ২ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *