স্কুল গেমস ফেডারেশনে রাজ্যের প্রতিনিধিকে দপ্তরের উষ্ণ সংবর্ধনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। উষ্ণ সংবর্ধনা ত্রিপুরার প্রতিনিধি পাইমঙ মগকে। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার কমিটি পুনর্গঠিত হলো। মঙ্গলবার দিল্লিতে এসজিএফআই-এর বার্ষিক সাধারণ সভা শেষে আগামী তিন বছরের জন্য ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৮৮ জন সদস্য সম্বলিত মূল কমিটি হলেও তাদের থেকে ১২ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কার্যকরী কমিটিতে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমঙ মগ কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। মূলতঃ এ ধরনের সাফল্যের পরিপ্রেক্ষিতে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের প্রতিনিধি আগরতলায় পৌঁছুলে ওনাকে পুষ্প স্তবকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *