জম্মু-কাশ্মীর-২৪১/৩
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। দ্বিতীয় দিনেও পুরো খেলা হয়নি। নিশ্চিত অমিমাংশিত থাকার পথে ত্রিপুরা -জম্মুকাশ্মীর ম্যাচ। তবে এখন দেখার কোন্ দল প্রথম ইনিংসে লিড নিতে পারে। তা মাথায় রেখেই বড় ইনিংস গড়ার চেষ্টা করছে স্বাগতিক জম্মু-কাশ্মীর। দ্বিতীয় দিনের শেষে স্বাগতিক দল ৩ উইকেট হারিয়ে ২৪১ রান করে। স্বাগতিক দলের লক্ষ্য ৩০০ রানের গন্ডি অতিক্রম করে ত্রিপুরাকে ব্যাট করতে পাঠানো। এবং দ্রুত ত্রিপুরার উইকেট তুলে নেওয়া। জে কে সি এ-র হোস্টেল মাঠে প্রথমদিনের বিনা উইকেটে ৫২ রান নিয়ে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণের সামনে ঠান্ডা মাথায় দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন স্বাগতিক দলের দুই ওপেনার অভিনব পুরি এবং শুভম খাজুরিয়া। ওপেনিং জুটিতে দুজন ২৬২ বল খেলে ১১২ রান যোগ করেন। শুভম ১২৯ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করেন। দ্বিতীয় উইকেটে অভিনব-র সঙ্গে রুখে দাড়ান বিক্রান্ত শর্মা। স্কোর বোর্ড সচল রাখার থেকে উইকেট টিকে থাকার উপর জোর দেন দুজন। দ্বিতীয় উইকেটে দুজন ২৪০ বল খেলে ৯৯ রান যোগ করেন। বিক্রান্ত ১২২ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন। এরপরই মরশুমে নিজের প্রথম শতরান করে নেন অভিনব পুরি। জম্মু-র ওই ওপেনারটি ৩১৬ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ১২১ রান করেন। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষে জম্মুকাশ্মীর ১০৩ ওভার ব্যাট করে ২৪১ রান করে। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়াসিং এবং শুভম গোষ ১ টি করে উইকেট পেয়েছেন।