ত্রিপুরায় কমিশনের নির্দেশিকা মেনে ১০ জন ওসি বদলি

আগরতলা ১৮ জানুয়ারী (হি. স.) : ত্রিপুরায় ১০ জন ওসি-কে আজ বদলি করা হয়েছে। মূলত, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের নির্দেশিকা মোতাবেক নিজ জেলায় কর্মরত থাকা যাবে না। তাই, আজ ত্রিপুরা পুলিশের ১০ জন ওসি-কে বদলি করা হয়েছে।

বুধবার ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ১০ জন ওসি-র বদলির এক নির্দেশিকা জারি করেছেন। ওই নির্দেশিকা অনুসারে পশ্চিম আগরতলা থানার ওসি জয়ন্ত কুমার দে সাব্রুম থানায়, সাব্রুম থানার ওসি সমরেশ দাস পশ্চিম আগরতলা থানায়, পূর্ব আগরতলা থানার ওসি রাণা চাটার্জীকে জিআরপি-তে, জিআরপি-র সঞ্জিত সেন পূর্ব আগরতলা থানায়, এডিনগর থানার ওসি সঞ্জীব লস্কর-কে কৈলাসহর থানায়, কৈলাসহর থানার ওসি বিজয় দাস-কে এডিনগর থানায়, এনসিসি থানার ওসি সুবীর মালাকার-কে কদমতলা থানায়, কদমতলা থানার ওসি সুশান্ত দেব-কে এনসিসি থানায়, লেফুঙ্গা থানার ওসি সিদ্ধার্থ সরকার-কে গন্ডাছড়া থানায় এবং গন্ডাছড়া থানার ওসি পার্থ নাথ ভৌমিক-কে লেফুঙ্গা থানায় বদলি করা হয়েছে। তাঁদেরকে অতি শীঘ্র নিজ নিজ থানায় যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক।