নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে যুবক-যুবতীদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার৷ এর অঙ্গ হিসেবে ফটিকরায়ের বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়েছে৷ বর্তমান সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে৷ সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে যুব সমাজের একটা বড় ভূমিকা রয়েছে৷ যুব সমাজ ছাড়াও সমাজের প্রতিটি অংশের নাগরিকের সম্মিলিত প্রয়াসেই নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা সম্ভব৷ রাজ্যের প্রত্যেক ছেলেমেয়েদের খেলাধুলার আঙ্গিনায় নিয়ে আসার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে ন খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়৷ ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা বার্তাকে সামনে রেখে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমনটাই উপস্থিত যুবকদের মধ্যে বার্তা ছড়িয়ে দিয়েছেন বিধায়ক সুধাশু দাস৷ নিয়মিত শরীরচর্চা করার ওপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন রাজ্যে আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্যের বর্তমান সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে৷ এইদিন ফটিকরায় বিধানসভার প্রায় ৩০ টি ক্লাবকে এইদিন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়৷ বিধায়ক সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন যুবকদের নেশার কড়াল গ্রাসের হাত থেকে রক্ষা করতে, যুবকদের মাঠমুখী করে তুলতে রাজ্যের বুকে সব চেয়ে বৃহৎ আকারে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন৷ মিলন মেলায় বিধায়ক মোনালি ঠাকুরকে এনেছেন৷ আগামীদিনে নেহা কাক্কর এর মতো সিঙ্গার এনে ফটিকরায়ে জমজমাট আনন্দে ভরিয়ে তোলা হবে৷ একমাত্র যুবকদের সুস্থ পথে ধাবিত করার লক্ষ্যে৷ বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস সহ বিশিষ্ট ক্রীড়া প্রেমীরা৷ এইদিন হল গৃহে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় দেড় শতাধিক যুবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়৷
2023-01-17