নেতাজীকে শ্রদ্ধা জানাতে সভা মোহন ভাগবতের

কলকাতা, ১৭ জানুয়ারি (হি. স.) : ২৩ জানুয়ারি সকালে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের (আরএসএস) সরসঙ্ঘচালক মোহন ভাগবত

এক প্রেক্ষাগৃহে সভা করবেন। ৫ দিনের সফরে তিনি কলকাতায় আসছেন।

কোথায় সভা করবেন, তা ঠিক হয়ে গেছে। আর পুলিশের অনুমতিও পাওয়া গেছে। মোহন ভাগবত পশ্চিমবঙ্গে সঙ্ঘের সংগঠন নিয়ে আলোচনা করবেন। আরএসএসের দক্ষিণবঙ্গের এক কর্মকর্তা জানান, ‘১৯৪০ সালের ১৮ জুন ফরওয়ার্ড ব্লকের অনুষ্ঠানের জন্য নেতাজী নাগপুরে গিয়েছিলেন। তখন আরএসএসের প্রতিষ্ঠাতা তথা অনুশীলন সমিতির প্রাক্তন সদস্য ডাঃ কেশব বলিরাম হেডগোয়ারের সঙ্গে দেখা করতে যান। কেশব বলিরাম তখন অসুস্থ। বিছানায় শয্যাশায়ী ছিলেন। নেতাজী তাঁকে জোড়হাতে প্রণাম জানিয়ে আরএসএসের কেন্দ্রীয় অফিস থেকে বেরিয়ে যান। তাই মোহন ভাগবত নেতাজীর প্রতি যে শ্রদ্ধা জানাবেন, তা নতুন কোনও বিষয় নয় বলে আরএসএস সূত্রে জানা গেছে।