ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। ফাইনালে পরাজয়ের সুমধুর বদলা নিলো প্রগতি প্লে সেন্টার। অনূর্ধ্ব-১৩ ক্রিকেটের ফাইনালে খেতাবের কাছাকাছি এসেই নীচের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় খেতাব হাতছাড়া হয়েছিলো। মঙ্গলবার সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটের উদ্বোধনী দিনে সেই পরাজয়ের বদলা নিলো প্রগতির ক্রিকেটাররা। ৬ উইকেটে পরাজিত করলো এগিয়ে চলোকে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে চলো সঙ্ঘ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ১৬৭ রান করে। দলের পক্ষে অমিত সরকার ৬৪ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৬৫ এবং রাজা রায় ১০৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করে। দলের আর কোনও ক্রিকেটার বড় স্কোর গড়তে ব্যর্থ। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। প্রগতির পক্ষে মাহির্ণব লস্কর (২/১৯) এবং সুরজিৎ দেববর্মা (২/৩৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে শক্তিশালী প্রগতি ২৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে হৃদয় দেবনাথ ৩৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪২,ইয়াশ দেববর্মা ৪১ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৫, রুদ্রদীপ সূত্রধর ৩৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩১ (অপ:),তন্ময় সপরকার ২১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং অংশুমান নন্দী ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ (অপ:) রান করে।
2023-01-17