তিপ্রা মথাকে মহাজোটে এগিয়ে আসার আহ্বান সিপিআইএমএলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ রাজ্যে গণতন্ত্র বিপন্ন৷ মানুষের অধিকার সুরক্ষিত নয়৷ তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিপ্রা মথাকে মহাজোটে এগিয়ে আসতে দাবি জানায় সিপিআইএমএল৷ মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সিপিআইএমএল -এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার দাবি করেন, বিজেপি সরকারকে পরাস্ত করতে গোটা রাজ্যে বিরোধী ঐক্য মঞ্চ গঠন হচ্ছে৷ এই ঐক্যমঞ্চ তিপ্রা মথা বাইরে থাকলে ভোট ভাগ হয়ে যাবে৷ তাই তিপ্রা মথা যাতে বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যমঞ্চে এগিয়ে আসে তার জন্য দাবি জানান তিনি৷ তিনি বলেন বর্তমান বিজেপি সরকারের কারণে অর্থনীতি বিপর্যস্ত এবং আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে৷ এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে অন্যান্য বিরোধী দলের মতো তিপ্রা মথাকে বের হয়ে আসতে হবে৷ কিন্তু তাদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, এডিসি সার্বিক উন্নয়ন সবকটি রাজনৈতিক দল চাইছে৷ এবং এডিসিকে কিভাবে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া যায় সেদিকে বদ্ধপরিকর বিরোধী ঐক্য মঞ্চ৷ তারপরও ইতিমধ্যে এই বিজেপি সরকারকে পরাস্ত করা সবচেয়ে বড় বিষয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *