নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ রাজনীতি নিয়ে মতভেদের জেরে পুত্র ও পুত্রবধূর হাতে খুন হল পিতা৷ ঘটনা মধুপুরের ক্যানানিয়া পালপাড়ায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র খুব উত্তেজনা বিরাজ করছে৷ রাজনৈতিক মতভেদকে কেন্দ্র করে মধুপুর থানার কেনানিয়া পালপাড়ায় পুত্র ও পুত্রবধূর দ্বারা পিতাকে নির্যাতন এমনকি শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ৷ মৃতের নাম প্রদীপ ভক্ত৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ মৃত ব্যক্তি বিজেপির সমর্থক ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ মৃতের ভাগ্ণে অভিযোগ করেছেন তার মামা প্রদীপ ভক্ত বিজেপি দলকে সমর্থন করত বলে পুত্র এবং পুত্রবধূর সঙ্গে তীব্র মতভেদ দেখা দিয়েছিল৷ এমনকি শেষ পর্যন্ত তার ওপর নির্যাতন চরম আকার ধারণ করে৷ সোমবার রান্না ঘরে তার জ্বলন্ত মৃতদেহ পাওয়া গেছে৷ অভিযোগ উঠেছে তাকে হত্যা করে মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে৷ যদিও মৃতের পুত্র ও পুত্রবধূ এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে৷ তাদের দাবি প্রদীপ ভক্ত নিজেই ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ খবর পাঠানো হয় মধুপুর থানার পুলিশকে৷ পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মধুপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ ময়নাতদন্তর পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ পুলিশ অভয় পক্ষের অভিযোগ গ্রহণ করে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশটা নিয়েছে৷ এদিকে বিজেপি সমর্থকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদ পেয়ে স্থানীয় নেতারাও সেখানে ছুটে যান৷ দলের পক্ষ থেকেও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানানো হয়েছে৷জানাযায় মধুপুর কেনানিয়া পালপাড়া এলাকার প্রদীপ ভক্তের উপর দীর্ঘদিন যাবত বিজেপি করার অপরাধে ছেলে অপু ভক্ত ,সোনাই ভক্ত, ও পুত্রবধূ মিনা ভক্ত অত্যাচার করত৷ এমনকি যখন ভাত খাওয়ার জন্য বসেন তখন ভাতের থালা টুকু লাথি দিয়ে ফেলে দিত৷ রবিবার রাতেও প্রদীপ ভক্তের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে এবং সোমবার দিন প্রদীপ ভক্তকে মেরে উনার বাড়ির রান্নাঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ তুলেন মৃত প্রদীপ ভক্তের বড় ভাই ও ভাগ্ণে৷
2023-01-16

