নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ ত্রিপুরা পিপলস পার্টি মাদ্রাসা শিক্ষকদের সম কাজে সমবেতন প্রদানের দাবিতে এলেমেন্টারি শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ রাজ্যে ২৯ টি মাদ্রাসায় শিক্ষকরা শিক্ষাদানের কাজে নিযুক্ত রয়েছেন৷ এসব শিক্ষকরা রাজ্যের অন্যান্য সুকলের শিক্ষকদের মতোই ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করেন৷ অথচ রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষকদের সমবেত দিচ্ছে না৷ সরকারি শিক্ষকদের অর্ধেক বেতন ও পান না মাদ্রাসা শিক্ষকরা৷ মাদ্রাসা শিক্ষকরা বর্তমানে যে বেতন পাচ্ছেন তা দিয়ে পরিবার প্রতিপালন করা খুবই কষ্টকর হয়ে উঠেছে৷ মাদ্রাসা শিক্ষকদের বেতন বৃদ্ধি করার জন্য ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে বহুবার রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের কাছে দাবি জানানো হয়েছে৷ কিন্তু এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি৷ সেজন্য বাধ্য হয়েই ত্রিপুরা পিপলস পার্টির ৫ সদস্য এক প্রতিনিধি দল সোমবার এলিমেন্টারি শিক্ষা অধিকর্তার কাছে ডেপোটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন৷ সংগঠনের রাজ্য সম্পাদক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সরকার বর্তমানে যে পেনশন নীতি অবলম্বন করেছে তাতে সরকারি কর্মচারীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন৷ পূর্ববর্তী পেনশন ব্যবস্থা পুনরায় চালু করার জন্য তিনি রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন৷ মাদ্রাসা শিক্ষকদের বেতন বৃদ্ধির ব্যাপারে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলেও ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷
2023-01-16

